দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকায় বিভিন্ন উপজেলায় কর্মরত প্রতিনিধিদের সাথে সম্পাদক ও প্রকাশক তারেকুজ্জামান খান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার সকাল পত্রিকার আয়োজনে ১৭ ফেব্রুয়ারি সোমবার বেলা ১২টায় শহরের ইটগাছায় পত্রিকা অফিসে উপজেলা পর্যায়ের প্রতিনিধিদের সাথে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক তারেকুজ্জামান খান, নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু, বিশেষ প্রতিনিধি সেলিম হায়দার, বিশেষ প্রতিনিধি বাবলা আহমেদ, দেবহাটা উপজেলা ব্যুরো প্রধান ডা. অহিদুজ্জামান, শ্যামনগর উপজেলা ব্যুরো প্রধান বিলাল হোসেন, শ্যামনগর উপজেলা প্রতিনিধি মারুফ বিল্লাহ রুবেল, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি ফজলুল হক, আশাশুনি ব্যুরো প্রধান শেখ বাদশা। এছাড়া বক্তব্য রাখেন বিশেষ প্রতিনিধি শামীম রেজা, শহর প্রতিনিধি শাহ জাহান আলী মিটন, ধুলিহর প্রতিনিধি আব্দুল মাজেদ।
মতবিনিময় সভায় পত্রিকার সম্পাদক ও প্রকাশক তারেকুজ্জামান খান বলেন, শিক্ষা প্রসারে শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজ উন্নয়নে এনজিও পরিচালনার পাশাপাশি স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আমি দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকাটি প্রতিষ্ঠা করেছি। তিনি আরো বলেন আমার একটি স্বপ্ন রয়েছে। আমি সমাজে ভালো কাজ করতে চাই।
সম্পাদক বলেন, পত্রিকার গতি বৃদ্ধির লক্ষ্যে সকলকে আন্তরিক ভাবে কাজ করতে হবে। সাতক্ষীরার সকাল হোক দিন বদলের প্রতিচ্ছবি। পেশাদারিত্ব বজায় রেখে ও পত্রিকার ভাবমূর্তি অক্ষুর্ণ রেখে দুর্নিতি মুক্ত সমাজ গঠনে কাজ করার আহবান জানান তিনি। আপনারা সত্য তথ্য সংগ্রহ করে যাচাই বাছাই করে সংবাদ পরিবেশন করবেন। ভালো সংবাদ পরিবেশনের মাধ্যমে ভুক্তভোগী বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবেন।
তিনি আরো বলেন দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকাটি সমাজে দৃষ্টি নন্দন হয় সে জন্য পত্রিকায় কর্মরত সকল পর্যায়ের প্রতিনিধিদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সাংবাদিকদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে আগামীতে দৈনিক সাতক্ষীরার সকালের পক্ষ থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
মতবিনিময় সভা শেষে পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রতিনিধিদের মাঝে পরিচয়পত্র এবং নোটবুক বিতরণ করে