রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক ও গাঁজা উদ্ধার!

গাজী হাবিব, সাতক্ষীরা:
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালায় অভিযান চালিয়ে এলাকার শীর্ষ মাদক  মেহেদী হাসান প্রিন্স এর বাড়ি থেকে ১ কেজি গাঁজা ও ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উাদ্ধার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সে  উপজেলার হাজরাকাটি গ্রামের রহমত সরদারের ছেলে।
বুধবার (১৯ ফেব্রæয়ারী) দুপুরে উপজেলার হাজরাকাটি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কুমার মজুমদার জানান, তালা উপজেলার হাজরাকাটি  গ্রামের  সরদারের বাড়িতে গাঁজা ও ইয়াবা সংরক্ষিত আছে।  প্রিন্স মাদক ব্যবসার সাথে সরাসরি জড়িত। এমন গোপন সংবাদের ভিত্তিতে ঐ বাড়িতে অভিযান চালানো হয়। সে সময় একটি কক্ষ থেকে ১ কেজি গাঁজা ও ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় প্রিন্স পালাতক ছিলো। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান  বলেন, এ সংক্রান্ত কোনো অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।