শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নলকুড়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় ৫০তম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা।।
ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা সদরের নলকুড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় ৫০তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি ‘২৫) রাতে নলকুড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রতি বছরের ন্যায় নলকুড়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা কমিটির আয়োজনে নলকুড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব মো. সাইফুল হাসান খোকনের সভাপতিত্বে ও নলকুড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা দূর্নীতি বিরোধী প্রতিরোধ কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জজকোর্টের আইনজীবী এ্যাড, শেখ সিরাজুল ইসলাম।
ওয়াজ মাহফিলে প্রধান মেহমান হিসেবে পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন ও হাদিস থেকে তাফসির বয়ান করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোফাচ্ছিরে কোরআন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা জাফর আহমদ মজুমদার, সাবেক আরবি প্রভাষক তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী, ঢাকা, প্রধান আকর্ষণ হিসেবে ওয়াজ মাহফিলে পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন ও হাদিস থেকে তাফসির বয়ান করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোফাচ্ছিরে কোরআন ও কুরআনে ধ্বনি ইন্টারন্যাশনাল মাদ্রাসা বনশ্রী ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব। প্রধান বক্তা নলকুড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি, নলকুড়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার সভাপতি ও আল-মু’মিন ফাউন্ডেশন, সাতক্ষীরার চেয়ারম্যান হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন মোমিন। এছাড়াও স্থানীয় ওলামায়েকেরামগন তাফসির বয়ান করেন।
এ সময় ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন, নলকুড়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা কমিটির সাবেক সভাপতি মো. জিয়াদ আলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।  এ ছাড়াও ওয়াজ মাহফিলে নলকুড়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ২ জন হাফেজকে পাগড়ি প্রদান করেন অতিথিবৃন্দ।
মাহফিলের সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নলকুড়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।