রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা

নিউজ ডেস্ক :
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালায় উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রæয়ারি) সকালে তালা শিল্পকলা একাডেমিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং সমন্বিত উপবৃত্তি কর্মসূচি প্রধানমস্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বাস্তবায়নে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল।

তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাসের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচএসপি’র সহকারী পরিচালক (অর্থ) মোঃ ফরিদ আহমেদ এবং এসইডিপি-পিসিইউ এর পরিসংখ্যানবিদ মোঃ ওয়াহিদুর রহমান। উক্ত প্রশিক্ষণে তালা উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধানগণ ও আইসিটি শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।