রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় বাল্যবিবাহের দায়ে যুবকের ৪০ দিনের কারাদন্ড

কামাল হোসেন :
মার্চ ৬, ২০২৫ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

তালায় বাল্যবিবাহ করার অভিযোগে কিশোরীর স্বামীকে ৪০ দিনের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল এ জরিমানা করেন। দন্ডপ্রাপ্ত উক্ত যুবকের নাম আবু নাহিদ রচি। তিনি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার রানাই গ্রামের রহমত খানের পুত্র। এ সময় নোটারী পাবলিকের মাধ্যমে বয়স কমিয়ে করা উক্ত বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয়।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলা দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জালালপুর ইউনিয়নের নেহালপুর গ্রামের এক কিশোরীর বাল্যবিবাহের খবর পান তারা। বৃহস্পতিবার সকালে কনের বর আবু নাহিদ রচি ঐ কিশোরীকে নিয়ে শ্বশুরবাড়ি আসলে একটি টীম সেখানে গিয়ে হাজির হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাদেরক হাজির করা হয়। এক পর্যায়ে বাল্যবিবাহ করার দায়ে ঐ কিশোরীর স্বামীকে ৪০ দিনের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।