রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় দৈনিক বাংলাদেশ প্রতিদিনন এর প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কামাল হোসেন।
মার্চ ১৪, ২০২৫ ১০:৪৮ অপরাহ্ণ
Link Copied!

দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন’ ১৫ বছরে প্রচার সংখ্যার শীর্ষস্থান ধরে রেখে ১৬ বছরে পদার্পণ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) সাতক্ষীরা শহরের তুফান কোম্পানির মোড়ে হোটেল টাইগার প্লাসের কনফারেন্স রুমে বর্ণীল আয়োজনে অনুষ্ঠানটি উদযাপিত হয়।

‘বাংলাদেশ প্রতিদিন’ সাতক্ষীরা জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মওলানা আজিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান, জেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির শেখ নুরুল হুদা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন, পৌর জামায়াত ইসলামীর সেক্রেটারি এড আবু তালেব, জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এড. কামরুজ্জামান ভুট্টো, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান,
বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়ক ইমরান হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান ও মোস্তাফিজুর রহমান উজ্জল ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি শামীম পারভেজ, তালা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি আবু সাঈদ, উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, শাহীনুর রহমান শাহিন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম শাওন, নির্বাহী সদস্য আক্তারুজ্জামান বাচ্চু, এখন টিভির জেলা প্রতিনিধি আহসান রাজীব, দৈনিক নওয়াপাড়ার জেলা প্রতিনিধি হাফিজুর রহমান,দৈনিক প্রবাহের সাংবাদিক শহিদুল ইসলাম, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি গাজী ফারহাদ, জনবাণীর জেলা প্রতিনিধি রায়হান সিদ্দিকী, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি রাহাত রাজা, বার্তা বাজারের জেলা প্রতিনিধি সোহাগ হোসেন, নিখাদ খবরের জেলা প্রতিনিধি কিশোর কুমার, রুপবানী জেলা প্রতিনিধি আবু জাফর, চ্যানেল এ ওয়ানের জেলা প্রতিনিধি মোকাররম বিল্লাহ ইমন, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মমিন, তালা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেলিম হায়দার, তালা উপজেলা কালবেলা প্রতিনিধি শাহীনুর রহমান, আমার সংবাদ সেকেন্দার আবু জাফর, জেলা ছাত্রশিবিরের মিডিয়া সম্পাদক জাহিদ হাসান, জেলা ছাত্রদল নেতা আবু রায়হান।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনটিভির জেলা প্রতিনিধি এস এম জুলফিকার আলী জিন্নাহ।

জেলা জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মওলানা আজিজুর রহমান বলেন, বাংলাদেশ প্রতিদিন প্রকাশনার শীর্ষে স্বৈরাচারী শেখ হাসিনা পতনে অন্যতম ভূমিকা রেখেছে। আজ গণমাধ্যম স্বাধীনতা পেয়েছে, সাংবাদিকরা লিখতে পারছেন।

জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বলেন, বাংলাদেশ প্রতিদিন জনপ্রিয়তার শীর্ষে এক নম্বরে অবস্থান করছে। বিগত ১৬ বছরে অনেক সংবাদ মাধ্যম সত্য প্রকাশে সংকোচবোধ করলেও বাংলাদেশ প্রতিদিন তা না করে সবসময় সত্য প্রকাশ করে গেছে। বাংলাদেশ প্রতিদিন ভবিষ্যতে দেশ ও দেশের উন্নয়নে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে সেই প্রত্যাশা করি।
জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নুরুল হুদা বলেন, বাংলাদেশ প্রতিদিনের ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তাদের সমৃদ্ধি কামনা করছি। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে ইফতার করতে পেরে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। দেশের শীর্ষ পত্রিকা বাংলাদেশ প্রতিদিন সত্য সংবাদ প্রকাশে পিছুপা হবে না সেই দোয়া করি। #

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।