তালা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে পবিত্র মাহে রমজানে রোজাদারদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল শুক্রবার (২৮ মার্চ) বিকালে অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়।
রিপোর্টার্স ক্লাবের সভাপতি মীর জাকির হোসেন’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বি.এম. জুলফিকার রায়হান’র পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর নেতা ও বিশিষ্ট আইনজীবী অ্যাড. মশিয়ার রহমান, তালা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ও উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক নারায়ন মজুমদার, তালা উপজেলা যুব দলের আহবায়ক মীর্জা আতিয়ার রহমান, তালা বাজার বনিক সমিতির সাবেক সভাপতি কাজী মারুফ হোসেন, অধ্যাপক আনিছুর রহমান, মাওলানা মো. আছাদুল ইসলাম, তালা প্রেসক্লাবের সহ-সভাপতি ও তালা শহীদ কামেল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, এম.এ ফয়সাল, তালা উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেলিম হায়দার, তালা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জোয়াদ্দার ফারুক হোসেন, জগন্নাথ বিশি^বিদ্যালয় ছত্রদল নেতা মেহেদী হাসান সাগর, যুবদল নেতা মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. হাফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মো. আবুল কালাম, তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. রিপন মোড়ল।
এসময় বিশিষ্ট সাংবাদিক টিপু সুলতান, কাজী আরিফুল হক ভুলু, সেকেন্দার আবু জাফর বাবু, কেএম মোতাহিরুল হক শাহীন, শিক্ষক হাফিজুর রহমান, তালা রিপোর্টার্স ক্লাবের পক্ষে মো. মিজানুর রহমান, বাবলুর রহমান, বাহারুল ইসলাম, শাহীনুর রহমান, শেখ সিদ্দিকুর রহমান, রিপন, মো. বিল্লাল হোসেন, ওয়াইল্ডলাইফ মিশনের সাধারন সম্পাদক রাশেদ বিশ^াস, সদস্য নরিম, ইউনুচ আলী ও মনা সহ বিভিন্ন শ্রেণি পেশার রোজাদার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশ, জাতী, রোজাদার ও মুসলিম উম্মাহ’র শান্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন, উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মাওলানা মো. আছাদুল ইসলাম।