মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

তালায় ঈদ-উল-ফিতরের নামাজ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :
মার্চ ৩১, ২০২৫ ১১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

যথাযোগ্য ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে সাতক্ষীরার তালায় ঈদুল ফিতরের জামাতের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ ২০২৫) সকাল ৮ টায় তালা উপজেলা মডেল মসজিদে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা মুহাঃ তাওহীদুর রহমান। নামাজের পর মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল,উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, ইসালামী ছাত্র শিবির তালা উপজেলা শাখার সভাপতি আল-জামালুল বান্না,তালা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেলিম হায়দার,তালা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেনসহ সর্বস্তরের শত শত মানুষ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।

ঈদের নামাজ আদায় শেষে মুসল্লিদের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময়ে করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল,উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম। এছাড়াও উপজেলায় বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ আদায় শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।