সোমবার, ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরার পরিবহণ কাউন্টার গুলিতে সেনাবাহিনীর আকস্মিক অভিযান

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা:
এপ্রিল ২, ২০২৫ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদুল ফিতরের পরবর্তী যাত্রা নির্বিঘ্নে করার লক্ষ্যে সাতক্ষীরার বিভিন্ন পরিবহন কাউন্টারে সেনাবাহিনীর উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট এর মাধ্যমে অভিযান চালানো হয়েছে।
বুধবার (২ এপ্রিল ‘২৫) দুপুরে জেলায় অবস্থিত বিভিন্ন পরিবহন কাউন্টারে ঈদ পরবর্তী যাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ, বিআরটিএ ও অন্যান্য স্টেকহোল্ডারদের সমন্বয়ে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হয়েছে।
উক্ত অভিযানে কালো বাজারে টিকিট বিক্রির অভিযোগে সদরের মুনজিতপুর এলাকার হাবিজ উদ্দিনের ছেলে মোহাম্মদ কামরুল ইসলামকে তিন দিনের কারাদণ্ড এবং আর এম পরিবহণ কাউন্টারের ইনচার্জ সৌরভকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার বিশ্বাস ও বিআরটিএ’র মেকানিকাল অ্যাসিস্ট্যান্ট মোঃ ওবায়দুর রহমান, জেএম শাখার বেঞ্চ সহকারী অহিদুজ্জামান সহ সঙ্গীয় সেনাবাহিনী ও পুলিশ ফোর্স।
মোবাইল কোর্টের অভিযানের বিষয়ে সাতক্ষীরা বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জি:) কে এম মাহবুব কবির বলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ ও বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি:) মোঃ জিয়াউর রহমানের নির্দেশনায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ পরবর্তী যাত্রা নির্বিঘ্নে করার লক্ষ্যে ধারাবাহিক ভাবে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখতে হবে। এর অংশ বিশেষ বিভিন্ন পরিবহন কাউন্টারে বুধবার দুপুরে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। এ ছাড়া আমরা পবিত্র ঈদ-উল-ফিতরের দুইদিন আগে থেকে যাত্রীদের সুবিধার্থে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে নিয়ন্ত্রণ কক্ষ খোলা রাখছি। এ ছাড়াও যাত্রীসেবা নিশ্চিত করতে আমাদের এ মোবাইল কোর্টের অভিযান নিয়মিত চালমান থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।