‘জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত’ এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে সাতক্ষীরার তালায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ৭ এপ্রিল (সোমবার) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে র্যালি বের হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার। এ সময় তালা কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ খালিদ হাসান নয়নসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দ, নার্সবৃন্দ ও ব্র্যাকের টিবি কন্ট্রোল প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার মোছাঃ রহিমা খাতুনসহ মাঠ পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।