সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা হাইস্কুল মাঠে কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবের সংবর্ধনা অনুষ্ঠান সফল করার লক্ষ্যে সাংবাদিক সম্মেলন করেছেন তালা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাইদ। এসময় যুবদল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকালে তালা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, দীর্ঘদিন কারাভোগের পরে আমাদের প্রিয় নেতা হাবিবুল ইসলাম হাবিব তার নির্বাচনী এলাকা তালায় আসছেন ৭ সেপ্টেম্বর শনিবার। এ উপলক্ষে তালা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে গণ-সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
এই সংবর্ধনা সফল করার লক্ষ্যে তালা উপজেলা যুবদল প্রতিদিন বিভিন্ন ইউনিটে প্রচার প্রচারণা চালাচ্ছে। প্রতিটি ইউনিয়নের আমাদের নেতা কর্মীরা দিনরাত পরিশ্রম করে চলেছেন। আমাদের প্রাণ প্রিয়নেতা হাবিবুল ইসলাম হাবিবের আগমণ উপলক্ষে উপজেলা ব্যাপী চলছে উৎসবের আমেজ।
লিখিত বক্তব্যে নেতাকর্মীদের উদ্দ্যেশ্যে তিনি বলেন, ৭ সেপ্টম্বর দুপুর ২ টায় সকল নেতা কর্মী ডুমুরিয়ার চুকনগরে উপস্থিত থাকতে হবে। যাদের মটর সাইকেল আছে তারা নিজেদের গাড়িতে এবং যাদের নিজস্ব পরিবহন নাই তাদের কে নির্ধারিত পরিবহনে যথাসময়ে কুমিরা ফুটবল মাঠে হাজির হওয়ার জন্য আহবান জানিয়েছেন।
এসময় সংবর্ধনা সফল করার লক্ষে দলমত নির্বিশেষে সকলকে উপস্থিত হওয়ার জনান তিনি।