বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব দীর্ঘ চারবছর পর শনিবার (৭ সেপ্টম্বর) সাতক্ষীরার (তালা-কলারোয়ায়) আসছেন।
শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন কারাভোগের পরে ৩ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারগার থেকে মুক্তি পান তিনি।
তালা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম বলেন, সাবেক কর্তৃত্ববাদী সরকারের রোশানলে পড়ে একটি মিথ্যা মামলায় জননেতা হাবিবুল ইসলাম হাবিব দীর্ঘ ৪ বছর কারা ভোগের পর ৩ সেপ্টম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে আদালতের মাধ্যমে মুক্তি পান। শনিবার (৭ সেপ্টম্বর ) বিকাল ৪ টায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী ডুমুরিয়া উপজেলার চুকগনগর বাজার থেকে মটরসাইকেল শোভাযাত্রা সহকারে কুমিরা হাইস্কুল মাঠে নিয়ে আসব। এখানে সংবর্ধনা শেষে তিনি কলারোয়ার উদ্দ্যেশ্যে রওনা হবেন।
তিনি বলেন, এ উপলক্ষে এলাকায় ব্যাপক প্রচারের জন্য মাইকিং করা হচ্ছে। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুতি সভা করেছি। আশা করি এই সংবর্ধনা সভায় প্রায় ২ লক্ষ লোকের সমাগম ঘটবে।
উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায় বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের প্রাণপ্রিয় নেতা হাবিবুল ইসলাম হাবিব ঢাকা থেকে সড়ক পথে কলারোয়ায় যাবেন। তার আগমন উপলক্ষ্যে তালা উপজেলা বিএনপি সহ সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদানের প্রস্তুতি গ্রহণ করেছি।