বুধবার, ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় পাটকেলঘাটার মানিকহারে বস্তায় আদা চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত

Salim Hayder
জুন ২৬, ২০২৫ ১০:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

তালায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এবং উন্নয়ন প্রচেষ্টার কৃষি ইউনিটের আওতায় তালা উপজেলার পাটকেলঘাটা থানার মানিকহার গ্রামে বস্তায় আদা চাষ বিষয়ে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলার কৃষি অফিসার হাজিরা খাতুন। আরও উপস্থিত ছিলেন মোঃ গাউসুল আজম, উপ-সহকারী কৃষি অফিসার, তালা; সফল আদা চাষী পিতর সরকার, ইউনিটের অন্যান্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকগণ।

মাঠ দিবস উপলক্ষে প্রায় ৬০ জন কৃষক ও কৃষাণি অংশগ্রহণ করেন। তাদের সামনে হাতে-কলমে প্রদর্শনীর মাধ্যমে বস্তায় আদা চাষের পদ্ধতি — আদার উপযুক্ত বীজ নির্বাচন, রোপণের কৌশল, আন্তঃপরিচর্যা, রোগ ও পোকামাকড় দমন — বিস্তারিতভাবে তুলে ধরা হয়। এছাড়াও উপস্থিত কৃষকদের চাষাবাদের মাঠ পরিদর্শনে নিয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়া হয়।

অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা ও কৃষকদের মধ্যে বিষয়বস্তুটি সহজে বোধগম্য করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উন্নয়ন প্রচেষ্টার সমন্বিত কৃষি ইউনিটের কৃষি কর্মকর্তা মোঃ নয়ন হোসেন।

এ ধরণের মাঠ দিবস কৃষকদের বাস্তব চাষাবাদে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।