শুক্রবার, ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাদকমুক্ত দেশ গড়তে একসাথে কাজ করার আহ্বান তালায় জামাত নেতৃবৃন্দের”

নিজস্ব প্রতিনিধি।।
জুন ২৬, ২০২৫ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

তালা উপজেলা যুব জামাতের উদ্যোগে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকালে উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি মাওলানা কবিরুল ইসলামের নেতৃত্বে এই র‌্যালিটি তালা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালির পর আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব জামাতের সভাপতি মুস্তাফিজুর রহমান রেন্টু।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামাতের আমিরসহ স্থানীয় জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “মাদক দেশের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। সবাই মিলে মাদকমুক্ত দেশ গড়তে অঙ্গীকারবদ্ধ হতে হবে।” তারা আরও বলেন, “মাদকমুক্ত দেশ গড়তে হলে সকলের সচেতনতা এবং সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এসো সবাই জামাত করি, মাদকমুক্ত দেশ গড়ি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।