শুক্রবার, ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নে প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠে জলবায়ু পরিকল্পনা

নিজস্ব প্রতিনিধি:
জুন ২৮, ২০২৫ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

২৮ জুন ২০২৫ রোজ শনিবার শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে যেখানে ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন এবং প্রান্তিক জনগণের বাস্তব অভিজ্ঞতা ও চাহিদার আলোকে জলবায়ু অভিযোজন পরিকল্পনা নিয়ে গুরুত্বারোপ করেন।

সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি আব্দুর রশিদ গাজী। অর্ধ বার্ষিক সমন্বয় সভায় উপস্থিত ছিলেন ফোরামের সহ-সভাপতি ববিতা রানী মন্ডল, সম্পাদক তপন কুমার মন্ডল, কৃষি সম্পাদক সুজিত মন্ডল, ফোরামের অন্যান্য নারী প্রতিনিধি, কৃষক প্রতিনিধি, লিডার্সের মনিটরিং কর্মকর্তা জয়দেব জোদ্দার, এডভোকেসি অফিসার তমালিকা মল্লিক সহ আরো অনেকে।

সদস্যরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে মুন্সিগঞ্জ ইউনিয়নের মানুষ বারবার দুর্যোগের সম্মুখীন হচ্ছে—বিশেষ করে নদীভাঙন, অতিবৃষ্টি ও খরার প্রভাব প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রাকে বিপর্যস্ত করছে।

সভায় তারা নারীর দৃষ্টিভঙ্গিতে জলবায়ু অভিযোজন ও স্থানীয় জ্ঞান ও অভিজ্ঞতার ভিত্তিতে অভিযোজন পরিকল্পনার কাঠামো নিয়ে বিশদ আলোচনা করেন। সভায় সিদ্ধান্ত হয় যে, ফোরামের সদস্যদের অভিজ্ঞতার ভিত্তিতে একটি খসড়া অভিযোজন পরিকল্পনা তৈরি করা হবে, যা পরবর্তীতে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

সভা শেষে সভাপতি বলেন, “এই ফোরামের লক্ষ্যই হচ্ছে প্রান্তিক মানুষের কণ্ঠস্বর নীতিনির্ধারণে অন্তর্ভুক্ত করা।”

এই অর্ধ-বার্ষিক সভাটি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় একটি অংশগ্রহণমূলক ও অভিজ্ঞতা-ভিত্তিক উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।