শুক্রবার, ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালা উপজেলার কানাইদিয়া পুলিশের অভিযানে দুই যুবক গাঁজাসহ আটক

নিউজ ডেস্ক।।
জুন ২৮, ২০২৫ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা উপজেলার কানাইদিয়া গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই যুবককে গাঁজাসহ আটক করেছে পুলিশ। শনিবার (২৮ জুন) সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করেন তালা থানার এসআই (নিঃ) মোঃ আমিরুজ্জামান মোল্লা সঙ্গীয় ফোর্সসহ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কানাইদিয়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ দুই যুবককে আটক করে। আটককৃতরা হলেন কানাইদিয়া গ্রামের মৃত নগেন দাশের ছেলে নারায়ন দাশ (৩০) এবং চর কানাইদিয়া গ্রামের আজিজুল মোড়লের ছেলে রানা মোড়ল (২৫)। তাদের দেহ তল্লাশি করে নারায়ন দাশের কাছ থেকে ৭০ গ্রাম এবং রানা মোড়লের কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় চার হাজার টাকা।

তালা থানার অফিসার ইনচার্জ মোঃ মাইন উদ্দিন জানান, “ধৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণি ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের উৎস অনুসন্ধানে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।