শুক্রবার, ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রবল বৃষ্টি উপেক্ষা করে তালায় অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহর গণসংবর্ধনা

এসএম মোতাহিরুল হক শাহীন
জুলাই ৪, ২০২৫ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ পবিত্র হজ পালন শেষে এলাকায় ফিরে আসলে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়।

শুক্রবার ( ৪ জুলাই) সকাল ১০টায় সুভাষিনী বাজারে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। পরে তিনি তালা বাজারের কাছেমুল উলুম মাদ্রাসা মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন।

তালা সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে বিকালে তালা ডাকবাংলো চত্বরে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মুজিবুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক সুজায়েত আলী, তালা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, তালা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার আমিনুর রহমান, তালা উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রিন্টু প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. ওয়াহিদুজ্জামান রিপন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “জুলাই মাস হলো কোটা বিরোধী আন্দোলনের মাস। এই মাসেই শহীদ আবু সাঈদ স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে বুক পেতে দিয়ে শহীদ হয়েছিলেন। আগামী নির্বাচনে এমন একটি দলকে ভোট দিতে হবে, যারা চাঁদাবাজি, জুলুম-শোষণ এবং অন্যায়ের সঙ্গে লিপ্ত নয়। জনগণকে সেই সৎ ও ন্যায়নিষ্ঠ নেতৃত্বের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।