চারদিনে যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে এ পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার ও ৫৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত ৪ সেপ্টেম্বর থেকে শনিবার পর্যন্ত অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে এসব অস্ত্র উদ্ধার ও অবৈধ অস্ত্রধারীদের আটক করা হয়।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্ট গার্ড এবং র্যাব এই যৌথ অভিযান পরিচালনা করে।
পুলিশ সদর দপ্তর সূত্রের বরাত দিয়ে শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চারদিনে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে রিভলভার দুইটি, পিস্তল ১৮টি, রাইফেল দুইটি, শটগান ১১টি, পাইপগান একটি, শুটারগান ছয়টি, এলজি তিনটি, বন্দুক তিনটি, একে ৪৭ একটি, গ্যাসগান একটি, চাইনিজ রাইফেল একটি, এয়ারগান একটি ও এসবিবিএল তিনটি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।