সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের এক ব্যক্তি গত ৭ জুলাই ২০২৫ তারিখ সকাল ৮টা থেকে নিখোঁজ রয়েছেন। তার নাম রবিউল ইসলাম (৪৭)। তিনি একজন ভ্যানচালক।
পরিবার সূত্রে জানা যায়, রবিউল ইসলামের ছেলে আরিফ হোসেন জানান, বেশ কিছুদিন ধরে তার বাবা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। ঘটনার দিন সকালে পরিবারের সবার অগোচরে তিনি কোথায় যেন চলে যান। এরপর বহু খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।
পরিবারটি বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়ে জানতে পারে, তালা উপজেলায় তাকে ঘোরাফেরা করতে দেখা গেছে বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজ হওয়ার সময় রবিউল ইসলামের পরনে ছিল লুঙ্গি ও নেভি ব্লু রঙের একটি গেঞ্জি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কেউ তার সন্ধান পান বা তথ্য দিতে পারেন, তাহলে তাকে পুরস্কৃত করা হবে।
যোগাযোগ:
মোবাইল নম্বর: ০১৭৫৮-৩৩৫১৫৪
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।