শুক্রবার, ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে তালায় মিছিল ও পথসভা

এস এম মোতাহিরুল হক শাহিন
জুলাই ১৭, ২০২৫ ১০:৩২ অপরাহ্ণ
Link Copied!

আগামী ১৯ জুলাই (শনিবার) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে তালায় মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে পাঁচটায় তালা উপজেলা জামায়াত ইসলামী শাখার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি তালা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তিন রাস্তার মোড়ে পথসভায় পরিণত হয়।

পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী এবং পরিচালনা করেন সহকারী সেক্রেটারি মাওলানা কবিরুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও সাতক্ষীরা জেলা নায়েবে আমির আলহাজ্ব ডা. মাহমুদুল হক। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তালা উপজেলা শাখার সভাপতি মাষ্টার আমিনুর রহমান, জামায়াতের তালা শহর শাখার আমির অ্যাডভোকেট মশিয়ার রহমান প্রমুখ।

পথসভায় বক্তারা ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দল-মত নির্বিশেষে সবাইকে আগামী ১৯ জুলাই ঢাকায় জাতীয় সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।