শনিবার, ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আন্দোলনের পরীক্ষিত সৈনিকদের নিয়েই কমিটি গঠন করতে হবে — হাবিবুল ইসলাম হাবিব

কামাল হোসেন :
জুলাই ১৮, ২০২৫ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

তালায় ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নে বিএনপির ৮ ও ৯নং ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে এক কর্মীসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) সকালে  নওয়াপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করে ইউনিয়ন বিএনপি।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আন্দোলন-সংগ্রামে যারা পরীক্ষিত, সেই ত্যাগী নেতাকর্মীদের নিয়েই ওয়ার্ড কমিটি গঠন করতে হবে।” তিনি দলীয় নেতা-কর্মীদের আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার আবুল হোসেন এবং সঞ্চালনায় ছিলেন তালা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম ও তালা সদর ইউনিয়নের সাবেক সভাপতি আবুল কালাম।

সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ৮নং ওয়ার্ড: সভাপতি সামজেদ হোসেন, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম। ৯নং ওয়ার্ড: সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক সোহরাফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম। সকলের সম্মতিক্রমে সম্মেলনে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

##

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।