রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কন্যার মা হলেন দীপিকা

বিনোদন ডেস্ক :
সেপ্টেম্বর ৮, ২০২৪ ১১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

কন্যা সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আজ রোববার মুম্বইয়ের এক হাসপাতালে তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রথম সন্তানের জন্ম হয়েছে।

তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি রণবীর ও দীপিকা। গতকালই মুম্বইয়ের একটি হাসপাতলে ভর্তি হন অভিনেত্রী, তখন থেকেই তার ভক্ত-অনুসারীরা সুখবরের অপেক্ষায় ছিলেন। কয়েক দিন আগেই বেবি বাম্প ফটোশুট করেছেন এই তারকা জুটি। এদিকে চলতি বছরের ফেব্রুয়ারিতে এক ইনস্টাগ্রাম পোস্টে দীপিকা জানিয়েছিলেন অন্তঃসত্ত্বা হওয়ার খবর। সেপ্টেম্বরেই যে মা হতে পারেন, সে কথাও জানিয়েছিলেন।

দীপিকা-রণবীরের প্রথম পরিচয় সঞ্জয় লীলা বানসালির সিনেমা ‘গোলিও কি রাসলীলা রামলীলা’র সেটে। এরপর ‘বাজিরাও মাস্তানি’ আর ‘পদ্মাবত’ সিনেমায়ও একসঙ্গে কাজ করেছেন তারা। ছয় বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন দীপিকা ও রণবীর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।