মঙ্গলবার, ২২শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সরকারি ব্রজলাল কলেজে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইমরান হোসেন ::
জুলাই ২১, ২০২৫ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

“এসো জ্ঞানের সন্ধানে, ফিরে যাও দেশের সেবায়” স্লোগানে খুলনা সরকারি ব্রজলাল কলেজের অনার্স ১ম বর্ষ ( শিক্ষাবর্ষ ২০২৪-২০২৫) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১টায় কলেজ অডিটোরিয়াম হল রুমে কলেজের অধ্যক্ষ প্রফেসর সেখ হুমায়ুন কবীর’র সভাপতিত্বে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

রাষ্টবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান শেখ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর সেখ মোঃ হুমায়ুন কবীর, উপাধ্যক্ষ প্রফেসর এমএম আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানেবিভিন্ন বিভাগের শিক্ষার্থী সহ নবীন শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সকল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। হলরুম ছিলো পরিপূর্ণ। এর আগে সকাল ১০টায় কলেজের নতুন অডিটোরিয়াম উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সেখ হুমায়ুন কবীর।

সংশ্লিষ্টজনেরা বলেন, বিএল কলেজের ইতিহাসে এমন নবীণ বরণ অনুষ্ঠান অতীতে হয়নি।অধ্যক্ষ তাঁর অনুভূতি প্রকাশে বলেন তিনি এ কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন।তিনি এমন সাড়ম্বরপূর্ণ উপস্থিতি এবং নবীন বরণ কখনও দেখেননি। কলেজের শিল্পীদের পরিবেশনায় শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।