সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যে নাটক ক্যারিয়ার বদলে দেয় মেহজাবীনের

বিনোদন ডেস্ক :
সেপ্টেম্বর ৮, ২০২৪ ১১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এখন বড় পর্দাতেও কাজ করছেন। ক্যারিয়ারে অসংখ্য নাটকের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মন জয় করেছেন তিনি। তবে তার জীবনের বড় পরিবর্তন এনেছিল যে নাটকটি, সেটি ‘বড় ছেলে’। সাত বছর আগে এই নাটকে অভিনয় করে ব্যাপক প্রশংসা পেয়েছিলেন তিনি। সম্প্রতি ‘বড় ছেলে’ টেলিফিল্মটির প্রচারের দিনকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগময় পোস্ট দেন মেহজাবীন। যেখানে তিনি লিখেন, বড় ছেলের ৭ বছর হতে চলেছে, আমি এখনো ভক্তদের থেকে আগের মতো ভালোবাসা পেয়ে যাচ্ছি। এ নাটকটি আমার ক্যারিয়ারে পরিবর্তন এনে দিয়েছে। এরপর আমাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ্‌।

মিজানুর রহমান আরিয়ান ভাইয়ার কাছে চিরকৃতজ্ঞ এমন সুন্দর উপহার দেয়ার জন্য। মধ্যবিত্ত পরিবারের বড় ছেলেদের জীবন নিয়ে করা হয় নাটকটি। গল্পের নায়ক রাশেদের চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। তার বাবা একজন স্কুল শিক্ষক। এক সময় বাবার অবসর নেয়ার সময়ও আসে চলে। এরপর পরিবারের আয়ের উৎস হিসেবে হাল ধরতে হয় বড় ছেলেকেই। বড় লোকের মেয়ে রিয়ার চরিত্রে অভিনয় করেন মেহজাবীন। একপর্যায়ে সে তার বাবা-মা’র কাছে বিয়ে না করা নিয়ে কোনো অজুহাতই দেখাতে পারে না। এদিকে রাশেদ অনেক চেষ্টা করেও চাকরি না পেয়ে বাস্তবতার কাছে পরাজিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।