আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড এর উদ্যোগে এবং সুশীল প্রকল্প এর সহযোগিতায় “ডিজিটাল ক্যাপাসিটি বিল্ডিং ফর গ্রাসরুটস সিএসওএস ইন ওপেন-সোর্স ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স টুলস – স্কিল ইনস্পায়ার” শীর্ষক দুই দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এই কর্মশালাটি ২৫ ও ২৬ জুলাই সাতক্ষীরার দি পোল স্টার পৌর বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। কর্মশালায় সমতা ফোরাম সিএসও হাব সাতক্ষীরা এর মোট ১৩ প্রতিনিধি অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার কাজী তারানা ও ইবনে সিনা প্রান্ত। প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় সহায়তা করেন সুশীল প্রকল্পের জেলা সমন্বয়কারী দে অঞ্জন কুমার।
দুই দিনব্যাপী এই কর্মশালার শেষে অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।