মঙ্গলবার, ২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজুর হৃদরোগে মৃত্যু

নিউজ ডেস্ক।।
জুলাই ২৮, ২০২৫ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা জেলার তালা উপজেলার ১২২ নং আগোলঝাড়া-ভায়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুজ্জামান রনজু (৫২) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তালা সদর ইউনিয়নের শাহাপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

সোমবার (২৮ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে তালা বাজারের ডাকবাংলো সামনে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি।

সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার এই আকস্মিক ও অকাল মৃত্যুতে তালা উপজেলার শিক্ষক সমাজে গভীর শোকের ছায়া নেমে আসে। উপজেলা শিক্ষক সমিতিসহ সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।