রবিবার, ৩রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় পারিবারিক কলহে ব্রাকের নারী মাঠ সংগঠককে কুপিয়ে জখম, স্বামী আটক

রিয়াদ হোসেন:
আগস্ট ২, ২০২৫ ১১:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে এক ব্যক্তি। শনিবার (২ আগস্ট) সকালে উপজেলার জেঠুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত তৃষা আক্তার (৩১) উপজেলার জেঠুয়া ব্রাক কার্যালয়ে মাঠ সংগঠক হিসেবে কর্মরত। অভিযুক্ত স্বামী মো. মফিজুল ইসলাম (৪১) মোংলার হাট নতুন ঘোষগাতি এলাকার মৃত আ. সালাম ফকিরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রী মিলে জেঠুয়া বাজারসংলগ্ন একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এরই জের ধরে শনিবার সকালে মফিজুল ইসলাম ধারালো ছুরি দিয়ে তার স্ত্রী তৃষা আক্তারকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

স্থানীয়রা দ্রুত আহত তৃষাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

আহত তৃষা আক্তার খুলনা জেলার খালিশপুর এলাকার আ. করিমের মেয়ে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দীন জানান, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্ত মফিজুল ইসলামকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ থেকেই এ হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।