মঙ্গলবার, ৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় জামায়াতের গণমিছিল ও সমাবেশ ৫ আগস্ট

এস এম মোতাহিরুল হক শাহিন
আগস্ট ৪, ২০২৫ ১২:২০ অপরাহ্ণ
Link Copied!

জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় তালা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি গণমিছিল বের করা হবে। মিছিলটি শেষে ডাকবাংলো চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হবে।

গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামী বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার নায়েবে আমির আলহাজ্ব ডা. মাহমুদুল হক।

রবিবার (৩ আগস্ট) দলটির তালা উপজেলা আমির মাওলানা মফিদুল্লাহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “২০২৪ সালের জুলাইয়ে ঘটে যাওয়া ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তালা উপজেলায় এ গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।”

তিনি আরও বলেন, “সমাবেশ ও মিছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আমরা সকল নেতাকর্মীসহ তালাবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসন ও গণমাধ্যম কর্মীদের আন্তরিক সহায়তা প্রত্যাশা করছি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।