তালা উপজেলার মাগুরা ইউনিয়নের বিশুকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও তালা থানা ছাত্রদলের সদস্য সচিব এস কে ফারুক আহমেদ পিতা: শেখ আবুল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৬ আগস্ট) ভোররাত ৪টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
এছাড়া শোক প্রকাশ করেছেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্যবৃন্দ।
বুধবার (৬ আগস্ট) দুপুর ২টায় তালা উপজেলার বালিয়াদহ গ্রামে নিজ বাড়িতে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।