বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ হাবিবুল ইসলাম হাবিব এর সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন কলারোয়ার বৃহৎ সাংবাদিক সংগঠন রিপোর্টার্স ক্লাবের সদস্যরা।
মঙ্গলবার (৫ আগস্ট) রাতে সাবেক সংসদ হাবিবুল ইসলাম হাবিব এর নিজস্ব বাসভবনে এ সৌজন্য স্বাক্ষাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ, সিনিয়র সহ-সভাপতি শামসুর রহমান লালটু, সহ-সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক এম,এ আজিজ, সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক মোজাফফর হোসেন, সাংগঠনিক সম্পাদক মুহা:আসাদুজ্জামান ফারুকী, কোষাধ্যক্ষ মোস্তফা হোসেন বাবলু, দপ্তর সম্পাদক তাজউদ্দীন রিপন, নির্বাহী সদস্য মোর্তজা হাসান, সদস্য জাহিদুল ইসলাম, মিল্টন হোসেন প্রমুখ।
এসসয় সদস্যবৃন্দ সাবেক সংসদ হাবিবুল ইসলাম হাবিব এর সুস্বাস্থ্য কামনা করেন ও তাঁকে কলারোয়া রিপোর্টার্স ক্লাবে আমন্ত্রণ জানান।