বৃহস্পতিবার, ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় সাংবাদিক তুহিন হত্যার বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি :
আগস্ট ১১, ২০২৫ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যার দ্রুত বিচার এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সাতক্ষীরার তালায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) সকাল ১০টায় তালা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন তালা প্রেসক্লাব সভাপতি এম. এ. হাকিম এবং সঞ্চালনা করেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক গাজী সুলতান আহম্মেদ, এস. এম. লিয়াকত হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, এম. এ. ফয়সাল, সাবেক সাধারণ সম্পাদক সেলিম হায়দার, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন জোয়ার্দ্দার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম দাদুভাই, জামায়াত নেতা শাহ আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতা ইঞ্জিনিয়ার মামুন, সহ-সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, অর্থ সম্পাদক আছাদুজ্জামান রাজু, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফি, ক্রীড়া সম্পাদক এম. এম. রোকনুজ্জামান টিপু, সাহিত্য সম্পাদক অর্জুন বিশ্বাস, জি. এম. খলিলুর রহমান লিথু, মো. ইমরান হোসেন, তরিকুল ইসলাম, মো. মোতাহিরুল হক শাহিন, এস. এম. নাহিদ হাসান, ‎কে. এম. শাহিনুর রহমান, সন্তোষ ঘোষ, শামীম হোসেন, সুমন রায় গণেশ, মেহেদী হাসান, আফজাল হোসেন প্রমুখ।

মানববন্ধনে প্রেসক্লাবের সদস্য, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, সাংবাদিকরা সবসময় জনগণের সত্য তুলে ধরতে কাজ করেন, কিন্তু বারবার তারা হামলা, হত্যা ও হয়রানির শিকার হচ্ছেন। তুহিন হত্যার দ্রুত বিচার নিশ্চিতের পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা বিধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা। তারা আরও সতর্ক করে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা কখনও সফল হবে না; বরং গণতন্ত্র ও সত্য প্রতিষ্ঠার আন্দোলন আরও জোরদার হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।