সোমবার (১৮ আগস্ট) মুক্তি ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত ও দাতা সংস্থা ম্যালটিজার ইন্টারন্যাশনালের আর্থিক সহায়তায় বিএমজেড-পিটিপ্রকল্পের আওতায় ৬ টি স্কুলের ৪শত ছাত্র-ছাত্রীর মধ্যে ১ হাজার ২শত গাছের চারা বিতরণ করা হয়।
শহীদ আলী আহমেদ সরকারি উচ্চ বিদ্যালয়ে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার।
এ সময় উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, মুক্তি ফাউন্ডেশন পরিচালক গোবিন্দ ঘোষ, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফজর আলী, মুক্তি ফাউন্ডেশনের সমন্বয়কারী সুনন্দা ভদ্র, প্রকল্প সমন্বয়কারী, মোঃ মহিউদ্দিন মোল্যা, মার্কেটিং কাম মনিটরিং অফিসার রাজীব কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া তালা শহীদ কামেল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা সদও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আঃ রাজ্জাক এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমানসহ অন্যন্য শিক্ষকবৃন্দ ও মুক্তি ফাউন্ডেশনের স্টাফগণ।
অনুরূপভাবে মহান্দী প্রগতি মাধ্যমিক বিদ্যালয়, খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় এবং ঘোষনগর গঙ্গারামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়।
সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যন্য শিক্ষকবৃন্দ ও মুক্তি ফাউন্ডেশনের স্টাফগণ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় প্রত্যেক শিক্ষার্থীর মাঝে একটি করে নারিকেল গাছ, পিয়ারা গাছ এবং আম গাছ বিতরণ করা হয়।