বুধবার, ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান

কামাল হোসেন :
আগস্ট ২০, ২০২৫ ১০:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সাতক্ষীরার তালায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উপজেলার জালালপুর ইউনিয়নের কপোতাক্ষ নদীর ভেড়িবাঁধ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে ভেড়িবাঁধের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ভেষজ মিলিয়ে মোট ২০০টি চারা রোপণ করা হয়। একই সঙ্গে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রাঙ্গণেও বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়। আয়োজকরা জানান, এসব গাছ স্থানীয় জনগণ নিজেরাই পরিচর্যা করবেন এবং ভবিষ্যতে আরো বৃক্ষরোপণ অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার, উপজেলা এলজিইডি প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (আতিঃ দাঃ) হালিমা খাতুন, উপজেলা প্রশিক্ষক অনন্ত মন্ডল, প্রশিক্ষিকা শিরিনা খাতুনসহ সকল ইউনিয়ন আনসার ও ভিডিপি সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষরোপণ আজ সময়ের দাবি। জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ এবং জীববৈচিত্র্য রক্ষায় গাছের বিকল্প নেই। তারা এ ধরনের উদ্যোগকে প্রশংসনীয় ও সময়োপযোগী উল্লেখ করে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।