বৃহস্পতিবার, ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় জলাবদ্ধতা পরিদর্শন করলেন অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

এস এম মোতাহিরুল হক শাহিন :
আগস্ট ২০, ২০২৫ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

বুধবার (২০ আগস্ট) দুপুরে সাতক্ষীরার তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের শিরাশুনি এলাকার জলাবদ্ধতা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের ভোগান্তির কথা শোনেন।

সাম্প্রতিক টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে গ্রামাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় গ্রামীণ সড়ক, খেতের ফসল, বীজতলা, বাড়িঘর ও শিক্ষাপ্রতিষ্ঠান পানিবন্দি হয়ে পড়েছে। এতে রান্নাবান্না, কৃষিকাজ, এমনকি শিশুদের পড়াশোনাও ব্যাহত হচ্ছে। তিন বছর ধরে এ সমস্যায় ভোগা মানুষরা প্রতিনিয়ত বিশুদ্ধ পানির সংকট, পানিবাহিত রোগ ও স্বাস্থ্যঝুঁকিতে ভুগছেন।

অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, মানুষের কষ্ট তাকে ব্যথিত করেছে। নির্বাচিত হলে জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং টেকসই বাঁধসহ অবকাঠামো নির্মাণে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি আরও বলেন, কেশবপুর, ডুমুরিয়া ও তালা-কলারোয়া এই তিন আসনের সংসদ সদস্যদের সক্রিয় ভূমিকা ছাড়া জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব নয়। কারণ উজানের পানি কেশবপুর থেকে নেমে তালা হয়ে ডুমুরিয়ায় প্রবেশ করে, কিন্তু নদী-খাল পলিতে ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যাহত হয়। এর ফলে প্রতিবছর প্রায় ৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েন।

পরিদর্শনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ডা. আফতাব উদ্দিন, তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা কর্ম পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন, তেতুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল হালিমসহ স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উল্লেখ্য, তিনি সকালে তেতুলিয়া ইউনিয়নের মহিলাকর্মী সমাবেশের আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।