বুধবার (২০ আগষ্ট) সকালে তালার শাহাপুর উইমেন জব ক্রিয়েশন সেন্টার হল রুমে হাঁস মুরগী পালন বিষয়ে দুইদিনব্যাপি প্রশিক্ষণ শুরু হয়েছে। দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন ও খ্রীষ্টান এইডের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও উইমেন জব ক্রিয়েশনের বাস্তবায়নে Promoting Rights of the Vulnerable Women প্রকল্পের আওতায় উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাসুম বিল্লাহ।
প্রশিক্ষণের সার্বিক সহযোগিতায় ছিলেন প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলী। অন্যান্যদের উপস্থিত ছিলেন প্রশান্ত কুমার ঘোষ, তানজিলা খাতুন ও মনজিলা খাতুন প্রমুখ। উক্ত প্রশিক্ষণে জালালপুর ইউনিয়নের মহিলা দলের ১০ জন এবং মাগুরা ইউনিয়নের মহিলা দলের ১০ জনসহ মোট ২০ জন সুবিধাভোগী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষক হাঁস মুরগীর বাসস্থান, বিভিন্ন জাত, বিভিন্ন রোগ ব্যাধি, কারণ, প্রতিকার, খাদ্য উপাদান তৈরী ও ব্যবহার সহ বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।