বুধবার (২০ আগস্ট) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের কনফারেন্স রুমে “উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম বাংলাদেশে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বিবেচনায় বিদ্যমান ও টেকসই জলবায়ু-স্মার্ট কৃষি (CSA) প্রযুক্তি ও অনুশীলন সমূহের উপর সমন্বিত গবেষণা” ফলাফল প্রচার সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ডর্প, ইএসডিও ও উত্তরণ-এর মাধ্যমে বাস্তবায়িত Actions to Climate Change Ensuring Sustainable Solutions (ACCESS) প্রকল্পের অধীনে, হেলভেটাস বাংলাদেশ-এর কারিগরি সহায়তায়, উত্তর-পশ্চিম (বন্যাপ্রবণ) ও দক্ষিণ-পশ্চিম (লবণাক্ততা প্রবণ) অঞ্চলের জন্য প্রাসঙ্গিক ও অন্তর্ভুক্তিমূলক ঈঝঅ প্রযুক্তি বিষয়ে একটি সমন্বিত গবেষণা পরিচালিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ রফিকুল ইসলাম। উত্তরণের অত্র প্রকল্পের অপারেশন ম্যানেজার আফরোজা আক্তার বানুর সঞ্চালনায় সেমিনারে প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন বিভাগের প্রধান প্রফেসর ড. মো. মতিউল ইসলাম, প্রফেসর ড. মো. রেজাউল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র সায়েন্টিফিক অফিসার তাজরিন সুরিয়া মুনমুন, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ প্রমুখ।
সেমিনারে বিভিন্ন খাতের অংশীজনরা একত্রিত হন এবং কৃষক, স্থানীয় সেবা প্রদানকারী, গবেষণা প্রতিষ্ঠান, স্থানীয় সরকার এবং স্থানীয় এনজিওসহ একাধিক অংশীজনের মধ্যে দায়িত্ব বণ্টনের গুরুত্ব তুলে ধরেন। এ সময় গবেষণার ফলাফল ও সুপারিশসমূহ স্থানীয় সরকার, একাডেমিক প্রতিষ্ঠান, স্থানীয় এনজিও ও সিভিল সোসাইটি সংস্থা এবং স্থানীয় সম্প্রদায়সহ বৃহত্তর অংশীজনদের সাথে শেয়ার করা হয়।