সাতক্ষীরার তালায় সুরক্ষা নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম) কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে কপোতাক্ষ নদীর তীরে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। এ সময় সুনামের সদস্যদের মাঝেও গাছের চারা বিতরণ করা হয়।
স্বদেশ এর সহযোগিতায় এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুনামের সভাপতি সাংবাদিক ইমরান হোসেন, সাধারণ সম্পাদক কাজী আলিমুল ইসলাম অভি, মানবাধিকার সম্পাদক পবিত্র বিশ্বাস, কোষাধ্যক্ষ জয়দেব সাধু, প্রচার ও প্রকাশনা সম্পাদক অভিজিৎ দত্ত, বৈষম্য বিরোধী নেতা মামুন হাওলাদার, দ্য রেড জুলাই এর কাজী ইমরান হোসেনসহ সুনামের সদস্য মির্জা সজীব, মির্জা সজল, জি. এম. নাইম প্রমুখ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে সাংবাদিক ইমরান হোসেন বলেন, “বৃক্ষরোপণ আজ সময়ের দাবি। জলবায়ু পরিবর্তন মোকাবিলা, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ এবং জীববৈচিত্র্য রক্ষায় গাছের বিকল্প নেই। আমরা সকলে গাছ রোপণ করব এবং অন্যদেরও উৎসাহিত করব।”