সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্টের প্রতিনিধিদের নিয়ে কর্মপরিকল্পনা বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় আমার সংবাদের জেলা প্রতিনিধির কার্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়। সভায় আমার সংবাদের জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির উদ্দীনের সভাপতিত্বে আমার সংবাদের দেবহাটা উপজেলা প্রতিনিধি এমএ মামুনের সঞ্চালনায় আগামী বছরের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও কর্মসূচী প্রণয়ন সম্পর্কিত বিস্তারিত আলোচনা করেন কমিউিনিটি মিডিয়া এক্সপার্ট কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি সেলিম শাহারিয়ার। এসময় উপস্থিত ছিলেন আমার সংবাদের কলারোয়া উপজেলা প্রতিনিধি তাজউদ্দীন আহমদ রিপন, তালা উপজেলা প্রতিনিধি সেকেন্দার আবু জাফর বাবু, আশাশুনি উপজেলা প্রতিনিধি এমএম নূর আলম, শ্যামনগর উপজেলা প্রতিনিধি আশিকুজ্জামান লিমন, ডেইলি পোস্ট পত্রিকার দেবহাটা উপজেলা প্রতিনিধি সোহাগ রানা ফেরদৌস, তালা উপজেলা প্রতিনিধি আজমল হোসেন জুয়েল, আশাশুনি উপজেলা প্রতিনিধি শেখ আশিকুর রহমান, কলারোয়া উপজেলা প্রতিনিধি মোর্তজা হাসান। অনুষ্ঠানে ডেইলি পোস্ট পত্রিকার নিয়োগপ্রাপ্ত উপজেলা প্রতিনিধিদের পরিচয়পত্র তুলে দেন আমার সংবাদ ও ডেইলি পোস্ট জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির উদ্দীন।
জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির উদ্দীন তার বক্তব্যে বলেন, প্রতিটি উপজেলায় আমার সংবাদ ও ডেইলি পোস্ট প্রতিনিধিদের সমন্বয় এবং পত্রিকার প্রচার বৃদ্ধি ও বিজ্ঞাপনের লক্ষ্যে সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, সঠিক তথ্য তুলে ধরার ক্ষেত্রে বিগত দিনে সাতক্ষীরার সর্বস্তরের মানুষের কথা সংবাদের মাধ্যমে উঠে এসেছে। আগামীতে প্রতিটি এলাকার তথ্য তুলে ধরতে চাই। আমরা চাই আমার সংবাদ ও ডেইলি পোস্ট পত্রিকাটি আরো গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাক। তিনি সকল উপজেলা প্রতিনিধিদেরকে আরো গুরুত্ব সহকারে কাজ করার আহবান জানান।