সোমবার, ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

একদল দক্ষ,যোগ্য লোক তৈরীর জন্য জামায়াত ইসলামি আপ্রান চেষ্টা চালিয়ে যাবে-অধ্যক্ষ ইজ্জত উল্ল্যাহ

এস এম মোতাহিরুল হক শাহিন
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

১৫ সেপ্টেম্বর (সোমবার) রাতে সাতক্ষীরা জেলার তালা উপজেলার তালা ইউনিয়নের আটারই ১ নং ওয়ার্ডের উদ্যোগে সিরাত মাহফিল অনুষ্ঠিত হয় । বাংলাদেশ ব্যাংকের সাবেক ব্যাংক কর্মকর্তা গাজী হারুনার রশিদ এর সভাপতিত্বে সদর ওয়ার্ড সেক্রেটারি মোঃ অহিদুজ্জামান রিপনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও তালা –কলারোয়া (সাতক্ষীরা-১) আসনের জামায়াত মনোনীত প্রার্থী জনাব অধ্যক্ষ ইজ্জত উল্ল্যাহ ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন,“আপনারা যদি দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে চান, তাহলে জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিন। আমাদের দলের কেউ দুর্নীতি বা চাঁদাবাজির সঙ্গে জড়িত নন। আমরা শাসক হতে চাই না, আমরা জনগণের সেবক হতে চাই, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন,”আপনারা সব রাজনৈতিক দলকে দেখেছেন। আমাদের রক্ত ও জীবনের বিনিময়ে হলেও ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম চালিয়ে যাবো।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহ, সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা জামায়াতের সহঃ সেক্রেটারী মাওঃ কবিরুল ইসলাম,উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদের সদস্য তালা ইউনিয়ন আমীর মোঃ মুজিবর রহমান। মাওঃ আব্দুর রহিম, সরুলিয়া ইউনিয়ন পরিষদের জামায়াতের মনোনীত প্রার্থী শাহ আলম,তালা ইউনিয়ন পরিষদের জামায়াতের মনোনীত প্রার্থী এড মশিউর রহমান ৷ প্রমুখ।
বক্তারা বলেন তালাকে একটি সুখি, সমৃদ্ধশালী ও উন্নয়ন দেখতে হলে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে। দাঁড়িপাল্লা ন্যায় ও ইনসাফের প্রতীক। জামায়াত ইসলামের দুইজন মন্ত্রী ছিলো তাদের বিরুদ্ধে দুর্নীতির কোন অভিযোগ পাওয়া যায়নি।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতা,কর্মি, সাংবাদিক, উপস্থিত ছিলেন। মাহফিল শেষে তিনি এলাকার সাধারন মানুষ ও সুধীজনদের সাথে কুশল বিনিময় করেন ও তাদের পরিবারের খোঁজখবর নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।