সোমবার, ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালা-কলারোয়া হবে একটি নিরাপদ এলাকা: অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

এস এম মোতাহিরুল হক শাহিন
সেপ্টেম্বর ১৯, ২০২৫ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেছেন, “আপনারা আমাকে নির্বাচিত করলে সকলে মিলেমিশে একটি নিরাপদ তালা-কলারোয়া গড়ে তুলতে চাই।”
গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটায় তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের জুগিপুকুরিয়া ছকিনা বাজারে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “চাঁদাবাজি, টেন্ডারবাজি করে মানুষের ওপর জুলুম-অত্যাচার ও অন্যায়-অবিচার যাতে কেউ করতে না পারে, সে জন্য আমাদের নেতাকর্মী, প্রশাসনিক কর্তা এবং সর্বস্তরের মানুষকে একসাথে কাজ করতে হবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি—হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দল-মত নির্বিশেষে সকলকে নিয়ে তালা-কলারোয়াকে একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজব্যবস্থায় রূপান্তরিত করা হবে।”
সরুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরো বক্তব্য রাখেন— তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, সুরা সদস্য মাওলানা রেজাউল করিম, অ্যাডভোকেট বাশারাতুল্লাহ আওরঙ্গী বাবলা, মেম্বার আব্দুল হামিদ, মাওলানা আব্দুর রাজ্জাক ও কবিরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য তিনি আজ শুক্রবার সারাদিন তালা উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সকাল থেকে তিনি উপজেলার বড়বিলা, কাশিপুর, তৈলকপি, যুগী পুকুর এবং সন্ধ্যার মদনপুর বাজারে নির্বাচনি পথসভায় বক্তৃতা করেন।
আগামী সোমবার দিনে জালালপুর এবং মাদরা এলাকায় নির্বাচনি পথসভায় রাখবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।