অক্লান্ত পরিশ্রম আর দীর্ঘ প্রক্রিয়া শেষে জাতীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অবশেষে অনেক প্রতিযোগী কে পিছনে ফেলে বাংলাদেশ স্কাউট এর ২০২৪ সালের জাতীয় পর্যায়ের প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড ভূষিত হলো সাতক্ষীরা তালার কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে দুইজন শিক্ষার্থী ১- ফাহমিদা ফেরদাউস, ২- উষসী মজুমদার। উভয় দশম শ্রেণীর ছাত্রী। অন্যজন সরকারি শহীদ আলী আহমদ উচ্চ বিদ্যালয় ছাত্রী মোবাশিরা তাছিরা রিমি।
উল্লেখ,উষশি মজুমদার প্রাথমিক শাপলা কার্ড অ্যাওয়ার্ড বিজয়ী শিক্ষার্থী।
মৌখিক, ব্যবহারিক ও সাঁতার মূল্যায়ন ক্যাম্প ১৭-১৯ জুন -২০২৫ জাতীয় স্কাউট কেন্দ্র মৌচাক, গাজীপুর ঢাকায় অনুষ্ঠিত হয়। সারা বাংলাদেশের ভিতর থেকে ৫২৪ জন স্কাউট কে চূড়ান্ত ভাবে মনোনীত করা। ১৮ সেপ্টেম্বর( বৃহস্পতিবার) ২০২৫ ফলাফল প্রকাশিত হয়।
তোমাদের এই অর্জনে তালা কুমিরা বহুমুখী মাধ্যমিক ও সরকারি শহীদ আলী আহমদ উচ্চ বিদ্যালয় আনন্দিত।
তালা বাসীর পক্ষ থেকে তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা।
