সোমবার, ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি উদ্যোগে গণশুনানি

রফিকুল ইসলাম নয়ন:
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

তালায় মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) কর্তৃক উত্তরণ সংস্থার উপকারভোগী মহিলাদের নিয়ে উন্মুক্ত আলোচনা ও গণশুনানী অনুষ্ঠিত হয়। ২১ সেপ্টেম্বর ( রবিবার) সকাল ১১ টায় তালা উত্তরণ আইডিআরটিতে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এমআরএ অধ্যাপক ডঃ মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন এমআরএ’র পরিচালক
মুহাম্মদ শহিদুল ইসলাম,যুগ্ন পরিচালক মোঃ আবু বকর সিদ্দিক, সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম ও মিনহাজুল আবেদিন,
উপ সহকারী পরিচালক পলাশ চন্দ্র দাস, উত্তরণের প্রোগ্রাম ম্যানেজার মোঃ আবদুল কাইয়ুম আজাদ প্রমুখ ।

এর আগে সকালে জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠে উত্তরণের পক্ষ থেকে ১৫ জন নারীদের মাথাপিছু ১৪ হাজার টাকা করে আইজিএ উপকরণ বিতরণ করা হয়। এ সময় উপকারভোগীরা তাদের উপকারের বিভিন্ন সফলতার কথা বর্ণনা করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।