তালায় মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) কর্তৃক উত্তরণ সংস্থার উপকারভোগী মহিলাদের নিয়ে উন্মুক্ত আলোচনা ও গণশুনানী অনুষ্ঠিত হয়। ২১ সেপ্টেম্বর ( রবিবার) সকাল ১১ টায় তালা উত্তরণ আইডিআরটিতে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এমআরএ অধ্যাপক ডঃ মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন এমআরএ’র পরিচালক
মুহাম্মদ শহিদুল ইসলাম,যুগ্ন পরিচালক মোঃ আবু বকর সিদ্দিক, সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম ও মিনহাজুল আবেদিন,
উপ সহকারী পরিচালক পলাশ চন্দ্র দাস, উত্তরণের প্রোগ্রাম ম্যানেজার মোঃ আবদুল কাইয়ুম আজাদ প্রমুখ ।
এর আগে সকালে জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠে উত্তরণের পক্ষ থেকে ১৫ জন নারীদের মাথাপিছু ১৪ হাজার টাকা করে আইজিএ উপকরণ বিতরণ করা হয়। এ সময় উপকারভোগীরা তাদের উপকারের বিভিন্ন সফলতার কথা বর্ণনা করে।
