আলোকিত মানুষ চাই’ এই স্লোগান সামনে রেখে দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং মুক্তিযোদ্ধা আঃ সালাম গণ-গ্রন্থাগারের সহযোগিতায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় স্কুলের শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আবৃত্তি, খবরের কাগজের ধাঁধাঁ এবং উপস্থিত বক্তৃতা।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা আঃ সালাম গণ-গ্রন্থাগারের সম্পাদক গাজী জাহিদুর রহমান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান এবং শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক রেজাউল ইসলাম। এ সময় অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেশমা খাতুন, শিক্ষক প্রভাষ কুমার সাহা, নন্দকিশোর মন্ডল, তন্ময় অধিকারী, ইবাদুল গাজী, বাপ্পা কুমার সেন, মুসলিমা খাতুন, আঃ সালাম গণ-গ্রন্থাগারের মোঃ আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
Gazi
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
