সোমবার, ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নবাগত সহকারী পুলিশ সুপারকে সাতক্ষীরা পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

নিজস্ব প্রতিনিধি :
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ১২:২৯ অপরাহ্ণ
Link Copied!

অদ্য ২৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ নবাগত সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ নূরুল্লাহ (তালা সার্কেল), সাতক্ষীরায় যোগদান করেন। এ উপলক্ষে সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।

উল্লেখ্য, শেখ মোহাম্মদ নূরুল্লাহ ৪০তম বিসিএস পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে ২০২২ সালের ৪ ডিসেম্বর বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার (ASP) হিসেবে যোগদান করেন।

অন্যদিকে, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল), সাতক্ষীরা জনাব মোঃ হাসানুর রহমান সম্প্রতি গোপালগঞ্জ জেলায় সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) হিসেবে পদায়নপ্রাপ্ত হওয়ায় জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার, সাতক্ষীরা মহোদয় তাঁকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানান।
পুলিশ সুপার মহোদয় বিদায়ী কর্মকর্তার কর্মদক্ষতা, পেশাদারিত্ব ও আইন-শৃঙ্খলা রক্ষায় তাঁর গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনসেবামূলক কাজে যে নিষ্ঠা ও আন্তরিকতার পরিচয় দিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে তাঁর নতুন কর্মস্থলে সর্বাঙ্গীন সাফল্য কামনা করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এবং মোঃ শাহীনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সাতক্ষীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।