সোমবার, ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় পাঁচ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এস এম মোতাহিরুল হক শাহিন
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

জুলাই সনদে আইনি ভিত্তি প্রদান, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে সাতক্ষীরার তালায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে তালা সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠ থেকে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত এ বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এর আগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমির মাওলানা মফিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। তিনি বলেন, “জুলাই সনদে আইনি ভিত্তি প্রদান, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরির দাবিতেই আজকের এ সমাবেশ। তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। জামায়াত ক্ষমতায় গেলে শুধু মুসলিম নয়, সকল ধর্মের মানুষ এমনকি নারীরাও সর্বোচ্চ মর্যাদা পাবেন।”

তিনি আরও বলেন, “চব্বিশের জুলাই আমাদের ফ্যাসিস্টমুক্ত বা দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত দেশ গড়তে শেখাতে পারেনি, তবে কিভাবে একটি নতুন বাংলাদেশ গড়া যায় সেটি শিখিয়েছে। আগামী নির্বাচনে তরুণরা পূর্বের ভুল পুনরাবৃত্তি করবে না। সাম্য ও বেকারত্বমুক্ত দেশ গড়ার জন্য নতুন ভোটারদের দাড়িপাল্লায় ভোট দিতে হবে।”

উপজেলা আমির মাওলানা মফিদুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় সমাবেশ বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক। ডাঃ মাহমুদুল হক, বলেন দেশেকে একটি মডেল হিসেবে দেখতে চাই। তিনি বলেন, দেশ স্বাধীনের দীর্ঘ ৫৪ বছরেও জামায়াতের বিরুদ্ধে হিন্দুসহ অন্য সম্প্রদায়ের লোকদের ওপর নির্যাতন, বাড়ি দখলের কোন প্রমাণ কেউ দিতে পারেনি। কিন্তু আওয়ামীলীগ বিগত দেড় দশকে জামায়াত-শিবিরের বিরুদ্ধে নানা প্রোপাগান্ডা ছড়িয়েছে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিককল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যাপক সুজায়েত আলী।

বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদ সদস্য তেতুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ডাঃ আফতাব হোসেন, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, মাও রেজাউল করিম, তালা ইউনিয়ন আমির মোঃ মুজিবুর রহমান,খলিলনগর ইউনিয়ন আমির মাওলানা আকবর হোসেন,তেতুলিয়া ইউনিয়ন আমির মাওঃ আঃ হালিম, ,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আমিনুর রহমান, উপজেলা যুব জামায়াতে সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু,উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা কবিরুল ইসলাম, অফিস সেক্রেটারী জাহাঙ্গীর হোসাইন, হাফেজ শাহ আলম, ইসলামকাটির ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল হাকিম,খলিলনগর ইউনিয়ন মনোনীত চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক খলিলুর রহমান,তালা ইউনিয়ন মনোনীত চেয়ারম্যান প্রার্থী এডভোকেট মশিউর রহমান,উপজেলা তথ্য ও মিডিয়া সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী, সেক্রেটার মাস্টার নাজমুল ইসলাম প্রমূখ।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।