সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় বিএনপি নেতা শেখ তারিকুল হাসান ডেঙ্গুতে আক্রান্ত, সুস্থতার জন্য দোয়া কামনা

সোহারাফ হোসেন সৌরাভ, সাতক্ষীরা :
অক্টোবর ১, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা জেলা বিএনপির বর্ষীয়ান নেতা, সাবেক সাধারণ সম্পাদক, সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান জেলা বিএনপির অন্যতম সদস্য শেখ তারিকুল হাসান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে প্লাটিলেট দ্রুত হ্রাস পেতে শুরু করে। এ অবস্থায় তাকে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন।

তারিকুল হাসানের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সাতক্ষীরার রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর উদ্বেগ। ইতোমধ্যে জেলা, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দসহ দলীয় কর্মী-সমর্থকরা হাসপাতালে ছুটে গেছেন এবং তার খোঁজখবর নিচ্ছেন।

হাসপাতালে দেখতে আশা নেতৃবৃন্দরা বলেন, শেখ তারিকুল হাসান একজন নিবেদিতপ্রাণ নেতা, যিনি সবসময় দলের স্বার্থে কাজ করেছেন এবং আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছেন। তার আকস্মিক অসুস্থতায় দলীয় নেতাকর্মীরা ব্যথিত ও শোকাহত। তবে তারা আশা প্রকাশ করেছেন,আল্লাহর অশেষ রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারো রাজপথে সক্রিয় হবেন।

এছাড়া তার পরিবারও সকলের কাছে বিশেষভাবে দোয়া কামনা করেছেন। তারা জানিয়েছেন, এ সময়ে আমরা সকল শুভানুধ্যায়ী, দলীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণের কাছে অনুরোধ করছি, আপনারা তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করুন।

উল্লেখ্য, শেখ তারিকুল হাসান দীর্ঘদিন ধরে সাতক্ষীরা জেলা বিএনপির রাজনীতিতে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি বিএনপির বিভিন্ন আন্দোলন, সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডে সবসময় অগ্রণী ভূমিকা রেখেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।