সাতক্ষীরার তালায় আলোকিত যুব সংঘের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে নূরুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোতাহার বিল্লাহ ফুয়াদ।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনউদ্দীন। এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী ইদ্রিস আলী, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আইয়ুব আলী, রাজিন শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
বৃক্ষরোপণ, কেক কাটা, বৃক্ষ বিতরণ ও ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন হয়।
বক্তারা সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
