সাতক্ষীরা জেলার তালা উপজেলার ১২ নং খলিলনগর ইউনিয়নের মহান্দী গ্রামের বয়স্ক পঙ্গু অসহায় মোমতাজ সানা (৮০) কে হুইলচেয়ার উপহার দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন “আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশন”।
সোমবার (৭ অক্টোবর) সকালে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে হুইলচেয়ারটি মোমতাজ সানার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মানবিক এই উদ্যোগ এলাকায় প্রশংসার জোয়ার তুলেছে।
আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের সদস্যরা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃদ্ধ মোমতাজ সানার অসহায় অবস্থার কথা জানার পর তারা হুইলচেয়ার দেওয়ার সিদ্ধান্ত নেন। তারা বলেন,
এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। আমরা সবাই মিলে যদি পঙ্গু ও অসহায় মানুষদের পাশে দাঁড়াই, তাহলে তাদের জীবন আরও সুন্দর হবে।
হুইলচেয়ার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের সদস্য আব্দুল্লাহ আল জোবায়ের প্রান্ত, অর্ক মজুমদার, সুমন ইসলাম ও মো. রফিকুল ইসলাম নয়ন প্রমুখ।
সংগঠনের সদস্যরা আরও জানান, ভবিষ্যতেও তারা সমাজের অসহায় ও প্রান্তিক মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন।
