“বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট” এর নাম ব্যবহার করে পাইকগাছা ও কয়রা উপজেলা শাখার নামে গঠিত তথাকথিত কমিটি সম্পূর্ণ জাল, অবৈধ ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে সংগঠনটির খুলনা জেলা শাখা।
বুধবার (৮ অক্টোবর) এক লিখিত বিবৃতিতে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, খুলনা জেলা শাখার সভাপতি ব্রজেন ঢালী ও সাধারণ সম্পাদক সরজিৎ ঘোষ দেবেন বলেন, গত ৩ অক্টোবর প্রকাশিত পাইকগাছা ও কয়রা শাখার কমিটি কতিপয় অসাধু ব্যক্তির অসৎ উদ্দেশ্যে তৈরি মিথ্যা ও তঞ্চকী তালিকা।
তারা জানান, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কর্তৃক অনুমোদিত বৈধ কমিটি ইতোমধ্যে ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত হয়েছে। বৈধ কমিটিতে পাইকগাছা শাখার সভাপতি সন্তোষ কুমার সরকার ও সাধারণ সম্পাদক দীপঙ্কর শিকদার দিপু, এবং কয়রা শাখার সভাপতি এ্যাড. প্রমথ কুমার মন্ডল ও সাধারণ সম্পাদক রামকৃষ্ণ দাশ দায়িত্ব পালন করছেন।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর নাম ব্যবহার করে গঠিত সকল তথাকথিত কমিটি ভূয়া ও অবৈধ। এসব কমিটির সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কিংবা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট-এর কোনো সম্পর্ক নেই।
নেতৃদ্বয় বলেন, অসাংগঠনিক ও অবৈধ কমিটি প্রকাশের কোনো আইনগত বৈধতা নেই। এসব শুধুমাত্র সাধারণ মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।