সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অসাংগঠনিক পূজা উদযাপন ফ্রন্টের কমিটি অবৈধ খুলনা জেলা কমিটির প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি।।
অক্টোবর ৮, ২০২৫ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

“বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট” এর নাম ব্যবহার করে পাইকগাছা ও কয়রা উপজেলা শাখার নামে গঠিত তথাকথিত কমিটি সম্পূর্ণ জাল, অবৈধ ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে সংগঠনটির খুলনা জেলা শাখা।

বুধবার (৮ অক্টোবর) এক লিখিত বিবৃতিতে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, খুলনা জেলা শাখার সভাপতি ব্রজেন ঢালী ও সাধারণ সম্পাদক সরজিৎ ঘোষ দেবেন বলেন, গত ৩ অক্টোবর প্রকাশিত পাইকগাছা ও কয়রা শাখার কমিটি কতিপয় অসাধু ব্যক্তির অসৎ উদ্দেশ্যে তৈরি মিথ্যা ও তঞ্চকী তালিকা।

তারা জানান, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কর্তৃক অনুমোদিত বৈধ কমিটি ইতোমধ্যে ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত হয়েছে। বৈধ কমিটিতে পাইকগাছা শাখার সভাপতি সন্তোষ কুমার সরকার ও সাধারণ সম্পাদক দীপঙ্কর শিকদার দিপু, এবং কয়রা শাখার সভাপতি এ্যাড. প্রমথ কুমার মন্ডল ও সাধারণ সম্পাদক রামকৃষ্ণ দাশ দায়িত্ব পালন করছেন।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর নাম ব্যবহার করে গঠিত সকল তথাকথিত কমিটি ভূয়া ও অবৈধ। এসব কমিটির সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কিংবা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট-এর কোনো সম্পর্ক নেই।

নেতৃদ্বয় বলেন, অসাংগঠনিক ও অবৈধ কমিটি প্রকাশের কোনো আইনগত বৈধতা নেই। এসব শুধুমাত্র সাধারণ মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।