বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “শিক্ষার্থীরাই যেটি পছন্দ করবে, সেটাই গ্রহণ করবে। শিবির কাউকে জোর করে সংগঠনে টানে না। তবে দেশপ্রেমিক, নৈতিক ও যোগ্য মানুষ গড়ে তুলতে ছাত্রশিবির সবসময় কাজ করে যাচ্ছে।” তিনি আরও বলেন, যারা দেশপ্রেমের কথা বলে দুর্নীতি, খুন ও গুমের মাধ্যমে দেশের ক্ষতি করেছে, ছাত্রশিবির এমন দেশপ্রেমিক চায় না। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে জুলুম-নির্যাতন ও লুটপাট থাকবে না।
সোমবার (১৩ অক্টোবর) সকালে সাতক্ষীরা সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবির আয়োজিত ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাহিদুল ইসলাম।
তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “ছাত্রশিবিরে যোগ দেওয়া বাধ্যতামূলক নয়, তবে শিবির সম্পর্কে জানতে ও পড়াশোনা করতে পারেন। শিক্ষক ও অভিভাবকের পরামর্শ নিন, তবে জীবনের মূল কাজগুলো আপনাদেরই করতে হবে। সফল দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠাই আমাদের লক্ষ্য।”
শিবির সভাপতি আরও বলেন, “আমাদের বিরুদ্ধে নারী বিদ্বেষী সংগঠন হিসেবে অপপ্রচার চালানো হয়, যা সম্পূর্ণ ভিত্তিহীন। ইসলাম নারীর মর্যাদা ও অধিকার নিশ্চিত করেছে, আমরাও ছাত্রীবোনদের নৈতিক ও সামাজিক উন্নয়নে কাজ করছি।”
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সভাপতি রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাসুদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম, ছাত্রশিবির কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহযোগী অধ্যাপক ওমর ফারুকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান মো. মিয়ারাজ হোসাইন, ইংরেজি বিভাগের প্রধান ড. শাহিনুর রহমান, উপাধ্যক্ষসহ শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।